প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জাগরণ বিডি ডেস্ক:
মানবতার সেবাকে মূল লক্ষ্য ধরে কয়েক বছর আগে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছিল। রোববার (১ নভেম্বর) দুবাই প্রবাসী প্রধান উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ১০২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রোববার (১ নভেম্বর) বিকেলে দুবাই প্রবাসী প্রধান উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০২ সদস্যের বিশাল একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা সভাপতি, সৌদি প্রবাসী দুলাল আহমেদ সাধারণ সম্পাদক, মালদ্বীপ প্রবাসী মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক, সৌদি প্রবাসী মাসুদ রানা (পাভেল) দপ্তর সম্পাদক, সৌদি প্রবাসী জুয়েল রানা অর্থ সম্পাদক এবং সিঙ্গাপুর প্রবাসী মোস্তফা কামাল ত্রাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
এসময় উপদেষ্টা পরিষদের সাধারণ উপদেষ্টা আব্দুল মজিদ (মালয়েশিয়া) এবং কার্যকরী উপদেষ্টা আনারুল ইসলাম (সৌদি) উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা কামাল হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হওয়া আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আহবায়ক কমিটি মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হলো। আশা করি—এই কমিটি মানবিক কাজে নতুন দিগন্ত খুলে দেবে, সমাজের পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হবে।”
নবনির্বাচিত সভাপতি সোহেল রানা আবেগঘন কণ্ঠে বলেন, “দেশের বাইরে থাকলেও মাটির টান ভুলে যাই না। নানা দেশে নানা পেশায় থাকলেও আমরা ঠাকুরগাঁওয়ের সন্তান। জেলার দরিদ্র, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। আপনাদের সহযোগিতা থাকলে জেলা—দেশ, দুই জায়গাতেই কিছু ভালো রেখে যেতে চাই।”
প্রবাসীদের একতার এই উদ্যোগে প্রবাসী অঙ্গনে উৎসাহ ছড়িয়ে পড়েছে। অনেকেই আশা করছেন—এই সংগঠন মানবতার পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫